Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল ও নাজিরাবাজার জুতার কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ও নাজিরাবাজারে একটি জুতার কারখানায় গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ারসার্ভিস সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তিন তলার একটি ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধাঘন্টার চেষ্টায় ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে পুরান ঢাকার নাজিরাবাজারের ৯৫ আলুবাজারের একটি জুতার কারখানায় আগুন লাগে। বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনে অন্ততঃ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ