Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : বিশ্বখাদ্য কর্মসূচির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের মাধ্যমে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণউন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম রিশাত, ডব্লিউএফপি প্রতিনিধি মমতা বেগম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গণউন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন প্রমুখ। ফুলছড়ি উপজেলার এক হাজার ২২০ পরিবারের মধ্যে ৪ হাজার টাকা করে তিন কিস্তিতে পরিবারপ্রতি ১২ হাজার করে মোট ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ