Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ রক্ষা করে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫২বছর পরও স্বাধীনতার স্বপ্ন পুরণ হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হলেও এখন সর্বক্ষেত্রে চরম বৈষম্য চলছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিরোধী দলমত দমন এবং শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করে নতুন সঙ্কট সৃষ্টি করেছে।

তিনি বলেন, ক্ষমতার স্বার্থে রাজনীতিকে ব্যবহার করার কারণে দস্যুতায় পরিণত হয়েছে। এজন্য লুটেরাদের কবল থেকে দেশকে রক্ষা করে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে কাজ করতে হবে। মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীন লুটেরাদের হাত থেকে দেশপ্রেমিক সরকার কায়েম করতে হবে। তিনি ব্যর্থ সরকারের পদত্যাগের দাবি করে বলেন, সরকার মানুষের সামগ্রিক চাহিদা মেটাতে ব্যর্থ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসা অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া মাদরাসা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাদরাসা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নাযেবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম, সাবেক চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ