Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত জেলায় নিহত ১৪

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাত জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হন ১৪ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার দিবাগত রাত গতকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
যশোর ব্যুরো জানায়, যশোরে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। গতকাল ভোরে শহরতলীর ছুটিপুর সড়কের পতেঙ্গালী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ২ যুবক নিহত হন। নিহতরা হলেন, চাচড়া খামারপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান ও বর্মন পাড়ার পাগল বর্মনের ছেলে সূর্য বর্মন। অন্যদিকে, গত বুধবার দিবাগত রাতে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হন। নিহতরা হলেন, উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন।
টাঙ্গাইল জেলা ও উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হন ১২ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে, ভূঞাপুর ও বাসাইলে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল নয়টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দুল্লা মনসুর এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটে। এ সময় একটি পিকআপকে পিছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হয়। নিহত হেলপার মুন্না নিলফামারী জেলার সদর উপজেলার স্টেশন এলাকার আশরাফুলের ছেলে। একইদিনে, টাঙ্গাইলের ভূঞাপুরের তারাকান্দী-ভূঞাপুর সড়কের জগৎপুরা এলাকায় ড্রামট্রাকের সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা কলেজ ছাত্র ইশরাক নিহত হয়। আহত হয় তার বাবা সোলায়মান। তারা জামালপুরের সরিষাবাড়ি এলাকার বাসিন্দা।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা জানান, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তিনি বলেন, ওই গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম, জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার ও শাকিল মিয়া।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার বটতৈল বাইপাস ব্রিজে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে। নিহতের নাম ইকবাল তিনি ইবি থানা এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। নিহত ব্যক্তি স্থানীয় একটি ইটভাটার স্বত্বাধীকারি।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহম্মদ আলী। তিনি নরসিংদী জেলার সেনের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।
স্টাফ রির্পোটার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শহর আলী শেখের ছেলে।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কাঠেরপুল এলাকায় উর্মি ডেন্ট্রালে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ