বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে অস্ত্রসহ মো. এয়াছিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ফলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এয়াছিন ফলেশ্বর এলাকায় একটি মোটর গ্যারেজের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৭ ও সিপিসি-১ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এয়াছিনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।