Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলকুচিতে ৩ মোটরবাইক চোর গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর কালিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি গ্রামের আবু হানিফের ছেলে ইয়াকুব আলী, মৃত মোন্নাফ সরকারের ছেলে ইসমা আজম, আরাম শেখের ছেলে শাহাদৎ শেখ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের তিন সদস্যকে একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতর করা হয়। গত বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ