Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার দিবাগত রাতে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল, রাসেল, আজিজুর রহমান মিঠু ও দিঘলিয়া একালার জিহাদ মুন্সি।
অধিনায়ক মোসতাক আহমেদ জানান, গত মঙ্গলবার বিকেলে আড়ংঘাটা এলাকায় ভূক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ৮টার দিকে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে ৪ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা ভয়ভীতি দিয়ে স্বামীকে একটি স্থানে আটকে রাখে। রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ওই নারীকে ৪ ব্যক্তি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এসময় তারা মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনাটি কোথাও জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে গভীর রাতে নারীকে ছেড়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী নারী আড়ংঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এই ঘটনা জানতে পেরে অভিযানে নামে র‌্যাব।
তথ্যপ্রযুক্তি ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলে ধর্ষণের ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ