রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে গম ক্ষেত নষ্ট করার অভিযোগে সহোদর ২ ভাইকে গ্রেফতার করেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর রাতে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নির্দেশে এসআই বাদশা আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার নিজামখাঁ গ্রামের আব্দুল কাদের সরকারের পুত্র লাবু সরকার ও সবুজ সরকারকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে একই গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র রাজা মিয়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার এক একর জমির গম ক্ষেত নষ্ট করার অভিযোগ এনে গ্রেফতারকৃতদেরসহ ১৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। গম ক্ষেত নষ্ট করার সময় বাধা প্রদান করায় বাদী পক্ষের লোকজনকে মারপিটও করা হয় বলে মামলায় অভিযোগ আনা হয়। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।