বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পালংখালীর পূর্ব ফারিরবিল এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মেজর সৈয়দ সাদিকুল হক জানান, অবৈধ অস্ত্র মজুদের খবরে গতরাতে পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর বাড়িতে অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ওয়ান শুটারগান, কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতাকৃত সাইফুল এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র মজুদ করেছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।