Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রচন্ড শীতে কাঁপছে সুন্দরগঞ্জ গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : প্রচন্ড শীতে কাঁপছে সুন্দরগঞ্জবাসী। গরম কাপড়ের দোকানে উপছেপড়া ভিড় দেখা যাচ্ছে। গত ৭ দিন ধরে এ উপজেলার সর্বত্র কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রা দ্রুত নেমে আসার পাশাপাশি প্রচন্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়েছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যুক্ত হয়ে জনজীবন নাকাল করে তুলেছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। প্রচ- ঠা-া ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া বিশেষ করে ভ্যান-রিক্স শ্রমিক ও কৃষক-কৃষাণীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কনকনে ঠা-ায় বৃদ্ধ ও শিশুদের ডায়রিয়াসহ ঠা-াজনিত বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। শীতকালীন ফসল সরিষা, গম, আলু, বেগুন, পিঁয়াজ, মরিচ ও বোরো ধানের বীজতলায় শীত রোগ ধরেছে। নদীভাঙা মানুষগুলোকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তাদের কাছে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কোন শীতবস্ত্র প্রদান করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ