Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু চুরির অভিযোগ থাকলেও মহিষ চুরির মামলায় চকরিয়ায় এক চেয়ারম্যান কারাগারে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:০৩ পিএম

এত দিন তার বিরুদ্ধে গরু চুরির মামলা থাকলেও এবার তিনি কারাগার গেলেন মহিষ চুরির মামলায়। মহিষ চুরির মামলায় কারাগারে গেলেন কক্সবাজার চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

জানা যায়, গরু চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নবী হোছাইন চৌধুরী স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এসবের মাঝেও ভোটে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ