Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহে ১১ কর্মসূচী

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:১০ পিএম

ময়মনসিংহে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ১১ কর্মসূচী ঘোষনা করা হয়েছে। আগামী ১৭ তারিখ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ’সহ তৃণমূলের হাট বাজারেও চলবে এই সেবা ও প্রচার অভিযান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচী ঘোষনা করেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কাজী মাহফুজুল করিম।

এ সময় তিনি সেবা ও প্রচার সপ্তাহ সফল করার লক্ষ্যে ১১টি কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

এ সময় উপ-পরিচালক কাজী মাহফুজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ পিপিএম, সহকারি সিভিল সার্জন ডা: পরীক্ষিত কুমার পাল।

এছাড়াও শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত ১১ কর্মসূচীর নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা: নার্গিস মোর্শেদা, ডা: ফয়সাল সিদ্দিকী, ডা: মাহমুদা বেগম, ময়মনসিংহ রির্পোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক মো: শামসুল আলম খান, সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা প্রমূখ।

এ সময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, স্থানীয় অনলাইন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ