Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি শিশুপার্কে দুর্বৃত্তদের আগুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলায় সরকারি শিশু পার্কে আগুন দিয়ে পার্কের সৌন্দর্যমণ্ডিত আসবাবপত্র ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে দোয়ারাবাজার সদরে নবনির্মিত শিশুপার্কে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, উপজেলা সদরে অবস্থিত ওই শিশু পার্কে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পার্কে থাকা ৬টি গোলঘর ভাঙা ও একটি গোলঘর আগুনে পোড়া, পার্কের আকর্ষণীয় সৌন্দর্যমণ্ডিত কৃত্রিম বাঘ, সিংহ, ঘোড়া, পার্কের বাউন্ডারি বেষ্টিত দেওয়ালের কয়েকটি অংশ ভেঙে ইট ও পার্কে চলমান কাজের কয়েক শত ইট চুরি করে নিয়ে যায়। পার্কে প্রায় ৬০০টির উপরে বিভিন্ন ধরনের ফুলের চারা, ৪০০টি বিভিন্নধরনের ফলজ, সোভাবর্ধন গাছ ছিলো। সবগুলো ধ্বংস করে দিয়েছে, ভেঙে দিয়েছে দুটি দোলনা।
তিনি আরো জানান, পার্কের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় রাতেই এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তবে গত রাতের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা জানান, জেলার একমাত্র শিশুপার্ক দোয়ারাবাজার শিশুপার্ক। সরকারি এই শিশুপার্কের সম্পদের বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ