Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে তেলবাহী গাড়িতে আগুন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

হযরত শাহজালাল (রহঃ)আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী ট্রাকে গতকাল বুধবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তেলবাহী দু’টি ট্রাক পুড়ে যায়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল বুধবার সকাল ১০টা ১০ মিনিটে তৃতীয় টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহে নিয়োজিত একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন অন্য ট্রাকেও লেগে যায়। প্রথমে আগুন লাগা ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগা তেলবাহী গাড়িটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ