বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার তিলকপুর সীমান্ত দিয়ে ভারতে পাড় হওয়ার সময় স্বর্ণসহ আটক করা হয়। আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বিজিবির একটি টহল দল তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তিলকপুর গ্রামের পাকা রাস্তার ওপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। টহল দল থামার সঙ্কেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্য থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। বর্তমান মূল্য দুই কোটি টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।