Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার করল প্রশাসন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঘোষপুর মৌজার সরকারি এক নম্বর খাস খতিয়ানের ০.৬৪ একর জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এই খাস জমি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঘোষপুর মৌজার সরকারি এক নম্বর খাস খতিয়ানের জমি স্থানীয় এক ব্যক্তি পাথর ও বালি রেখে অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে জমি উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাস খতিয়ানের ৩২০ দাগের ০.৬৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। পাশাপাশি সরকারের পক্ষে জেলা প্রশাসন সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেয় স্থানীয় প্রশাসন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা ও ইউপি সদস্য আবদুর রশিদসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ