Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে রুনা লায়লার গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে গান গাইলেন রুনা লায়লা। গানের শিরোনাম ‘যদি প্রশ্ন করো’। গানটি মৃত্যুর আগে লিখে গেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানটির সুর করেছেন শফিক তুহিন, সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। রুনা লায়লা নিজেই ভিডিওতে পারফর্ম করেছেন। রুনা লায়লা বলেন, এই গানের মাধ্যমে একজন গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানানো হয়েছে। তার লেখা গান আগেও অনেক গেয়েছি। আবার তার লেখা গানের আমার সুরে অন্য শিল্পীও গেয়েছেন। এই গানের কথা মনে গেঁথে থাকার মতো। সুরও দারুণ। সুরকার শফিক তুহিন বলেন, আমারও পরম সৌভাগ্য যে, রুনা আপার জন্য একটি দেশাত্ববোধক গান সুর করতে পেরেছি তাও আবার গাজী ভাইয়ের লেখা। আমার সঙ্গীতজীবনের জন্য এই গান মাইলফলক হয়ে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ