Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষ অভিনেতা হওয়াই আমার লক্ষ্য- শান আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

এ সময়ের তরুণ ও প্রতিশ্রুতিশীল অভিনেতা শান আহমেদ। একের পর এক নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনয় দক্ষতার কারণে নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন শান। এর মধ্যে রয়েছে, আরটিভির পাখি ও মানুষেরা, এটিএন বাংলার ‘আলো ছায়ার কাব্য’, একুশে টেলিভিশনের ‘শশুর যখন বাডিওয়ালা’, চ্যানেল আইতে ‘লাইভ আর্টিস্ট’ ও ‘মন মানসী’, বাংলাভিশনে ‘তুমি আমার মাথা ব্যথা’। এছাড়া ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘গল্পগুলো সিনেমার’। শুধু নাটক নয়, বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও ফ্যাশন ফটোশুটে মডেল হয়েছেন। শান বলেন, একজন অভিনেতা হিসেবে নিজেকে দক্ষ করে তুলতে চাই। অভিনয় দিয়েই দর্শকের মন জয় করা আমার লক্ষ্য। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করার ইচ্ছা আছে। আমি মনে করি, অভিনয়ে নিজেকে দক্ষ করে তুলতে না পারলে টিকে থাকা সম্ভব নয়। প্রতিযোগিতার এ সময়ে অভিনয় মূল যোগ্যতার মাপকাঠি হয়ে উঠেছে। ফলে নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হয়েছি। নির্মাতাদের আগ্রহও আমাকে উৎসাহ যোগাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ