প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন অরুণা বিশ্বাস। তিনি জানান, সিনেমাটি গত শনিবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে বিশেষ কোনো সময়ে এটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে। তিনি বলেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে। কারণ আমার উপর আস্থা রেখে সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদান দিয়েছে। অনেক কষ্টের পর নির্মাণ কাজ শেষে যখন সেন্সর বোর্ডের সবাই খুব প্রশংসা করেন, তখন মনে হয় সত্যি সত্যি জীবনের একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। এখন একটাই চাওয়াা দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি দেখেন। তাহলেই সব কষ্ট স্বার্থক হবে। তিনি বলেন, সিনেমার সকল শিল্পী-কলাকুশলীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তারা তাদের সেরা কাজটি এ সিনেমায় উপহার দিয়েছেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবুল হায়াত, অরুণা বিশ্বাস, জোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, সোহানা সাবা, স্বাগতা, নূর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।