Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা মিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার পরিচালিত প্রথম সিনেমা ‘এবং ছাদ’ নিয়ে বাংলাদেশের আসছেন। আগমী ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার সিনেমাটি প্রদর্শিত হবে। ফেসবুকে এ খবর জানিয়েছেন শ্রীলেখা। তিনি লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার সিনেমা ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন। তিনি বলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকাতে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, সিনেমাটি আপনাদের দেখাতে পারব। উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৯ দিনব্যাপী এ উৎসব চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ