Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মা হতে চলেছেন নেহা মার্দা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নেহা মার্দা হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে ‘গয়না’র চরিত্রে অভিনয় করতেন তিনি। এই চরিত্র তাকে দর্শকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল। এই চরিত্রে অভিনয় করার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে বিরতিতে রয়েছেন নেহা। কারণ খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। সম্প্রতি সেই সূত্রেই চর্চার আলোয় অভিনেত্রী।২০১২’তে এক ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সাথে সাত পাকে ঘোরেন অভিনেত্রী। সেই থেকেই একসাথে রয়েছেন তারা। কয়েকদিন আগেই নিজেদের একটি ছবি শেয়ার করে সকলকে সুখবর জানিয়েছেন তারা। নিজেদের জীবনে নতুন সদস্যের আসার কথা জানিয়ে ছবিতে বেবি বাম্প প্রদর্শনও করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে তারপর থেকেই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। আর এই সময় তার হঠাৎ হঠাৎ হওয়া ইচ্ছার কথাও জানিয়েছেন সকলকে। এই মুহূর্তে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন। যেখানে তাকে একটি দুধ সাদা শর্ট ড্রেসে দেখা গিয়েছে। হালকা মেকাপও নিয়েছিলেন তিনি। ভিডিওতে নিজের বারান্দার দোলনায় বসে কখনো চকলেট, আবার কখনো আইসক্রিম খেতে দেখা গিয়েছে তাকে। আর অভিনেত্রী যে এই সময়টা ভীষণভাবে উপভোগ করছেন, সেকথাও ক্যাপশনে জানিয়েছেন সকলকে। এমনকি তিনি জানিয়েছেন, এই সময়টাই তার যা ইচ্ছে তিনি তাই করতে পারছেন। তিনি রীতিমতো উপভোগ করছেন ব্যাপারটা। এই মুহূর্তে একটি রিল ভিডিওর মাধ্যমে তারই কিছু ঝলক শেয়ার করে নিতে দেখা গিয়েছে তাকে। আপাতত, অভিনেত্রীর ভাইরাল হওয়া এই ভিডিওটির সূত্র ধরেই চর্চার আলোয় নেহা মার্দা। ইতিমধ্যেই তারকা থেকে সাধারণ সকলের কাছ থেকেই আগাম শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিনেত্রী। তার একাধিক ঝলক মিলবে কমেন্টবক্সেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ