Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘উইকেড’-এ মিশেল ইয়ো

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

জন চু পরিচালিত ‘উইকেড’ ফিল্মের তারকাবহুল কাস্টে যুক্ত হয়েছেন মিশেল ইয়ো। তিনি শিজ ইউনিভার্সিটির ক্রেজ হলের হেডমিস্ট্রেস মাদাম মরিবলের ভূমিকায় অভিনয় করবেন। দুই পবের্র এই পূর্ণদৈর্ঘ্য ফিল্মে গ্লিন্ডার ভূমিকায় আরিয়ানা গ্রান্ড এবং এলফাবার ভূমিকায় সিন্থিয়া এরিভো অভিনয় করবেন। ২০২৪ ও ২০২৫ সালে ফিল্ম দুটি মুক্তি পাবে। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ‘দ্য উইজার্ড অফ অজ’-এর এই সিকুয়েলে প্রধানত দেখান হবে এলফাবা কী করে উইকেড উইচ এবং গ্লিন্ডা কী করে গুড উইচে পরিণত হয়েছিল। চু এক ভাষ্যে প্রকাশ করেছেন : আমরা আরও বড় ক্যানভাসে একটি নয় দুটি ‘উইকেড’ ফিল্ম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। ‘ব্রিজারটন’ তারকা জনাথান বেইলি ফিয়েরোর ভূমিকায় এবং ব্রডওয়ে তারকা ইথান স্লেটার বকের ভূমিকায় অভিনয় করবেন। জেফ গোল্ডব্লাম এবারও উইজাডের্র ভূমিকায় থাকবেন; সূত্র জানিয়েছে, গোল্ডব্লামের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ডিজনির নতুন ‘পিনোকিও’র প্রিমিয়ারে এরিভো জানান গ্রান্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আমি তাকে সত্যিই পছন্দ করি। সে খুব মজার আর প্রতিভাবান এবং পরিশ্রমী। আমরা দুজনই পরিশ্রমী। আমি নতুন কাজের জন্য রোমাঞ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ