Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় তোপের মুখে ডিবি পুলিশ, ১ ঘন্টা অবরুদ্ধ

ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ করে গুরুতর আহত পর

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম

ফতুল্লায় মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে বেধড়ক লাঠিচার্জ করে গুরুতর আহত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম এলাকাবাসীর তোপের মুখে পড়ে। এসময় স্থানীয় লোকজন ডিবি পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এরপর লাঠিচার্জে আহত ব্যবসায়ীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ব্যবসায়ীর পরিবারের কাছে ক্ষমা চেয়ে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ফতুল্লার মুসলিমনগর এতিমখানার সামনে এঘটনা ঘটে।

এদিকে ব্যবসায়ী মহিউদ্দিনকে মারধরের ঘটনায় ডিবি পুলিশের এসআই হাসান জামিল সহ তার সঙ্গীয় ফোর্সদের এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। আহত মহিউদ্দিন ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকার মৃত. হাজী ওয়াজ উদ্দিন মাদবরের ছেলে

আহত মহিউদ্দিন জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেই একজন লোক লাঠি নিয়ে এসে বেধরক পিটাতে থাকে আমাকে। হাতে পায়ে পিঠে লাঠি দিয়ে পেটাতে থাকে। তার কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে আমাকে কুকুরের মত পেটায়। এসময় আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে বাম কানে চর দেয়। তখন স্থানীয় লোকজন এগিয়ে আসলে মারধর করা ব্যক্তিদের নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় ওই ব্যক্তির কাছে মারধরের বিষয়ে স্থানীয় লোকজন জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি। তখন স্থানীয় লোকজন ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিসহ ৭জনকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় লোকজন জানান, পুলিশ এভাবে একজন ব্যক্তিকে পিটাতে পারেনা। লাঠি দিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এরপরও লাঠিচার্জ থামাচ্ছেনা। তখন আশপাশের সকলে গিয়ে ডিবি পুলিশের সকলকে গাড়িসহ অবরুদ্ধ করেন। এরপর থানা পুলিশ আসলে ডিবির সকলকে তাদের কাছে বুজিয়ে দেয়া হয়।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই হাসান জামিলের সঙ্গে তার মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, একজন ব্যক্তিকে কি কারনে ডিবির এসআই হাসান জামিল লাঠিচার্জ করেছে বিষয়টি জানা নেই। তবে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের শান্ত করে এসআই হাসান জামিল ও তার সঙ্গীয় ফোর্সদের উদ্ধার করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ