Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সেলোনা মানবাধিকার উৎসবে সেরা চলচ্চিত্র ‘অ্যাডজাস্টমেন্ট’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩১ পিএম

বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে মেহরদাদ হাসানি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘অ্যাডজাস্টমেন্ট’ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

হাসান মোহাম্মাদি প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যটিতে ‘শাহরোখ’-এর গল্প তুলে ধরা হয়েছে। ৯ বছর বয়সী প্রফুল্ল একটি ছেলেকে তার পরিবার এবং বন্ধুরা অপমান করে দূরে ঠেলে দেয়। ফলে সে একটি নতুন পরিচয় গ্রহণ করার জন্য মন তৈরি করে এবং তার গ্রামের মানুষের কাছে আসে। বেশ কয়েকটি অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে শাহরুখ মেয়ের পোশাক পরে স্কুলে উপস্থিত হয় এবং তার সহপাঠীদের মুখোমুখি হয়।

ছবিটি এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রিক্স জিতেছে। মনসুর নাসিরি, ফাতেমেহ মোরাদি, মরিয়ম গোল্ডুজ এবং জামশিদ বাহাদোরি এই ছবির অভিনেতাদের মধ্যে রয়েছেন।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ