Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল, দুইজন আটক

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১০:১৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর টমছমব্রিজ এলাকায় বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- কুমিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মো. রবিউল ইসলাম ( ৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন (৩৩)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। বিকাল ৩টার দিকে হুট করে জামায়াত-শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুই জনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ