Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহফুজ আনামের বিরুদ্ধে মাদারীপুরে মানহানি মামলা

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মাদারীপুরে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করা হয়।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ্যাড. ছিদ্দিকুর রহমান সিং বাদী হয়ে বুধবার দুপুর ১২টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মো. জাকির হোসাইনের কাছে অভিযোগ দায়ের করে। বিচারক অভিযোগ আমলে নিয়ে আগামীতে ৬ মার্চ আলাদতে হাজির হওয়ার জন্যে সমন জারি করেন। এতে বাদী ১০ কোটি টাকা মানহানি হয়েছে বলে অভিযোগ করেন।
মামলায় সাক্ষী করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. বাবুল আখতার, এ্যাড. আবুল বাশার, এ্যাড. শামীম গৌড়াসহ ১১ জনের নাম।
আওয়ামী লীগ নেতাদের দায়ের করা মামলার আর্জিতে বলা হয়েছে- সাংবাদিক মাহফুজ আনাম গণতান্ত্রিক ধারার পরিপন্থী স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকার গঠনের অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা খবর যাচাই-বাছাই না করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা, বিকৃত তথ্য উপস্থাপন করে তাকে দেশত্যাগ ও রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেয়ার ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ