Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা দুবাগী (র.)-এর দ্বিতীয় বার্ষিক ঈসালে সাওয়াব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল গত ১০ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজারে তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইয়াকুবিয়া হিফজুল ক্বোরআন বোর্ডের চেয়ারম্যান আল্লামা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। প্রধান বক্তা ছিলেন, ঐতিহ্যবাহী সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল (অব.) শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান, বিশেষ অতিথি রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল (অব.) আল্লামা হবিবুর রহমান ছাতকী। মাহফিলে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, মিয়ার বাজার আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান, চান্দগ্রাম সিনিয়র মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা ওহিদুজ্জামান চৌধুরী খসরু, ভূরকী হাবিবিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ শফিকুর রহমান সিরাজী, বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদি, গাজির মুকাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক লতিফী, দক্ষিণ মাথিউরা জালালিয়া মহিলা মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা কামাল হোসেন আল-মাথহুরী, দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ, দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

বক্তারা বলেন, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব একজন মকবুল আল্লাহর ওলি ছিলেন। দেশে বিদেশে, বিশেষকরে দীর্ঘদিন ব্রিটেনে, দ্বীন ইসলামের বহুবিদ খেদমতে তিনি অবদান রেখে গেছেন। তিনি অনেক দক্ষ আলেম ও বিচক্ষণ ব্যক্তিকে আধ্যাত্মিক শিক্ষা দান করেছেন এবং বিভিন্ন বিষয়ে আরবি, বাংলা ও উর্দু ভাষায় বেশ কিছু মূল্যবান পান্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তাঁর চিন্তা ও রচনা দ্বারা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ ও মানবজাতি উপকৃত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ