Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়িবাঁধ নির্মাণ ও প্রাপ্য টাকা পরিশোধের দাবিতে শরণখোলায় মানবপ্রাচীর

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ২:২৩ পিএম

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের প্রাপ্য টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নদী শাসন বাস্তবায়ন আন্দোলন কমিটির ব্যানারে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বলেশ্বর নদী তীরবর্তী সাউথখালীর গাবতলায় বেড়িবাঁধের এক কিলোমিটার এলাকা জুড়ে মানবপ্রাচীর গড়ে তোলা হয়। এ মানবপ্রাচীরে শরণখোলার বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলন কমিটির আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, আজকের টেকসই বেড়িবাঁধ শরণখোলাবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল। ঘূর্ণিঝড় সিডরের পর থেকে এলাকার মানুষ সরকারের কাছে টেকসই বাধের দাবি জানিয়ে আসছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৬শ’ কোটি টাকা ব্যয়সাপেক্ষে এবছর টেকসই বাধ নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নদী শাসন না করেই সেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ শরণখোলাবাসীর সঙ্গে প্রতারণার শামিল।

অন্যদিকে নদী শাসন না করায় কাজ চলার মধ্যেই বাধের অনেকাংশ ধসে নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে। এখন এলাকাবাসীর একটাই দাবি তারা ত্রাণ চায়না ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা মিটিয়ে এবং ভাঙন প্রবণ এলাকায় ব্লক ডাম্পিং এর মাধ্যমে নদী শাসন করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের মুখে বাধ নির্মাণ কাজ প্রতিহত করা হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক আকন আলমগীর, মুক্তিযোদ্ধা আ. রউফ মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর, যুবলীগ নেতা আবুল হোসেন নান্টু, প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সদস্য ফরিদ খান মিন্টু, মাষ্টার শহিদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব, ইউপি সদস্য জাকির হোসেন, আ. হালিম শাহ, রিয়াদুল পঞ্চায়েত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ