রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনার চাটমোহর উপজেলার ৮টি ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে খড়ি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ভাঁটা মালিকরা কোন কিছুর তোয়াক্কা না করে দেদারছে কাঠ পোড়াচ্ছেন। এদিকে অবৈধভাবে ইট ভাঁটা পরিচালনা, কাঠ পোড়ানো ও পরিবেশ দূষণ করার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ২টি ইটভাটা থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে ট্রিপল এ ইটভাটায় ও হরিপুর ইউনিয়নের সিটিবি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে সরেজমিনে দেখা যায়, চাটমোহরের বওশাঘাট এলাকার হাজী ব্রিকস ফিল্ডে শত শত মণ কাঠ সাজানো। কয়লার পরিবর্তে ইটভাটায় গাছের গুড়ি পোড়ানো হচ্ছে।
বর্তমানে এসব ভাটার ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের কোন ছাড়পত্র নেই, নেই পরিবেশ অধিদপ্তরের বা কৃষি বিভাগের ছাড়পত্র বা অনুমোদন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।