Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুদ্ধিজীবী দিবসে এনটিভি’র বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

 এনটিভিতে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনব্যপী প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৬.৫৫ মিনিটে প্রচার হবে শহীদ বুদ্ধিজীবী সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ স্মরণে স্মৃতিকথা ‘কৃষ্ণগহ্বর’। শিমুল ইউসুফের উপস্থাপনায় এটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। সকাল ৮.৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘রূপসা নদীর বাঁকে’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, উত্তম গুহ, পাভেল ইসলাম, রাজিব সালেহীন, মিলি বাশার প্রমুখ। দুপুর ১২.২০ মিনিটে প্রচার হবে সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘আজ দুপুরে’র বিশেষ পর্ব। রফিকুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির। দুপুর ১.২০ মিনিটে প্রচার হবে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাঁথা।’ রাত ১০টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘নীরব কান্না’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন শ্যামলী নাসরিন চৌধুরী, শাহরিয়ার কবির, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পান্না কায়সার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ