প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবশেষে ঢালিউড সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তেলেগু ফেরত মেঘলা মুক্তার। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২৩ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে নায়িকা মেঘলার প্রথম সিনেমা। দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হওয়া নিয়ে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই। অধীর হয়ে আছেন সিনেমা মুক্তির দিনটির জন্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে বাস্তবে ধরা দিচ্ছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে প্রথম কাজ করেছি। এটা অবশ্যই বড় প্রাপ্তি। তবে অতৃপ্তি ছিল নিজের দেশের সিনেমার জন্য। এবার নিজ দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। দর্শকদের ফিডব্যাকের অপেক্ষায় আছি।’
সিনেমার গল্প প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে “পায়ের ছাপ”। সাধারণ ঘরের একজন নারী, যে কি না স্বপ্ন দেখতেই ভয় পায়। পুরুষশাসিত সমাজকে টক্কর দিয়ে সেই নারীর এগিয়ে যাওয়ার গল্প এই সিনেমা। ভয়কে জয় করে জীবনের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ এক জার্নি উঠে এসেছে পায়ের ছাপ সিনেমায়। এটি এমন একটি সিনেমা, যার পুরোটা সময় উপভোগ করতে পারবেন দর্শক।’
‘পায়ের ছাপ’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির ফিল্ম কনসালট্যান্ট আবু শাহেদ ইমন বলেন, ‘এই সিনেমায় আমাদের দেশের নারীদের সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। সাধারণ নারীরা এই সিনেমা দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছে সিনেমাটি।’
‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। মেঘলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, মডেল হয়েই শোবিজে পথচলা শুরু করেছিলেন মেঘলা মুক্তা। এরপর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’ সিনেমায়। তবে মূল নায়িকা হিসেবে নয়, দুটি সিনেমাতেই ছিলেন পার্শ্বচরিত্রে। এরপর তেলুগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুডু’তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন মেঘলা মুক্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।