Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগর আ.লীগ কার্যালয় ভাঙচুর, বিএনপির ২১৫ নেতাকর্মীর নামে মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় বিএনপির ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার হাজিরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যা সোমবার রাতেই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতে উপজেলার চর ফলকন ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- রাহাত, জাহের, হেলাল, রাসেল, দেলোয়ার, রাকিব, দোলন, মোরশেদ, দেলোয়ার হোসেন মানিক, সাজু, মাইন উদ্দিন, ইব্রাহিম খলিল, নাজিম মেম্বার ও বেলাল। তারা উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বে রয়েছেন।

মামলার বাদী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্ল্যা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ইব্রাহিম ১৫০-২০০ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে তিনি মামলা দায়ের করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, হামলার ঘটনায় আমাদের ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর ও সাত্তার নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান এবং কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর দাবি, রাতের অন্ধকারে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এখন বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ তাদের অপরাজনীতির প্রমাণ দিচ্ছে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাতে রামগতি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার দুপুরে রামগতি পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমাম মাফু বাদী হয়ে বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ