Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ, যুবদল নেতা আটক

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:২৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি ও বিএনপি কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় মহানগর যুবদলের এক নেতাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরীর বাদুরতলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ বের করে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপি। শুরুতেই মিছিলটিকে ধাওয়া দেয় পুলিশ। এসময় কুমিল্লা মহানগর যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন নামে এক নেতাকে আটক করে পুলিশ। এরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। নেতা-কর্মীরা এদিক সেদিক ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

শুরুতেই মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লাদক্ষিনজেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ভিপি জসিম, বিএনপি নেতা রেজাউল কাইয়ূমসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ