Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাহিত্যিক মতিউর রহমানের ৮০তম জন্মদিন পালিত

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ৫০ দশকের অন্যতম সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। সাহিত্যের মননশীল শাখায় তাঁর অতুলনীয় কাজ রয়েছে। তাঁর ষাটোর্ধ প্রকাশনা আমাদের সাহিত্য ভূবনে উজ্জ্বল আলো ছড়াচ্ছে। মধ্যযুগে যে সাহিত্যের উত্থান তাঁরই বণার্ঢ্য প্রতিনিধি তিনি। কথাগুলি উচ্চারিত হয় গতকাল এ গুণি সাহিত্যিকের ৮০তম জন্মাদিন উপলক্ষে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত অনুষ্ঠানে। মতিউর রহমানের বনানীস্থ বাসভবনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএনসি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কবি ফয়জুল কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও লেখক সোফিয়া হুসনে জাহান, নাট্যকার সাইদুর রহমান সাঈদ, মতিউর রহমানের জ্যেষ্ঠপুত্র আহমেদুর রহমান ও কনিষ্ঠপুত্র আবিদুর রহমান, অ্যাডভোকেট হোসাইন শফিকুর রহমান, ঢাকা সাহিত্য-সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আবেদুর রহমান, বনানী সাহিত্য সংস্কৃতিক কেন্দ্রের ইব্রাহিম শামীম এবং সসাস, ফররুখ গবেষণা ফাউন্ডেশন, নজরুল একাডেমি, নজিবর রহমান সাহিত্য পরিষদের প্রতিনিধিবৃন্দ। জমজমাট এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কথাশিল্পী মাহবুবুল হক। অনুষ্ঠানে ফুলের স্তবক, ক্রেস্ট, বই ও নানা উপহার সামগ্রীসহ মতিউর রহমানকে বরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নূরুল ইসলাম খান মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ