Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সম্পর্ক জোরদারের সুপারিশ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের’ পারস্পরিক সম্পর্ক জোরদার করার সুপারিশ। গতকাল সোমবার  জাতীয় সংসদের ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের মনোনীত সংসদ সদস্যগণের পারস্পরিক পরিচিতি ও সংসদীয় মৈত্রী গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।  কমিটি দক্ষিণ কোরিয়ার সাথে সংসদীয়, রাজনৈতিক ও বাণিজিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের’ পারস্পরিক সম্পর্ক জোরদার করার সুপারিশ করে। এ’ছাড়া দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়ন করারও সুপারিশ করে।
কমিটি ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের’ ১২ জন সদস্যের জীবন বৃত্তান্ত সংগ্রহ পূর্বক দক্ষিণ কোরিয়া প্রেরণের সুপারিশ করে। এ ছাড়া কতজন দক্ষিণ কোরিয়াবাসী বাংলাদেশে বসবাস করছে সে তথ্য সংগ্রহের সুপারিশ করে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার সাথে ইপিজেড এর ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিরসনপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  কমিটি সকল মৈত্রী গ্রুপের সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়ের সুপারিশ করে।  বৈঠকে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণকারী/চাকুরীতে নিয়োজিত কর্মীগণকে নির্ধারিত সময়ে দেশে ফেরত এসে এবং ভবিষ্যতে অধিক সংখ্যাক কর্মী/ভ্রমণকারী যাতায়াতের সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়।
বাংলাদেশ- দক্ষিণ কোরিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি এর সভাপতিত্বে বৈঠকে  উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো: আব্দুর রহমান, এমপি, মো: আব্দুল ওয়াদুদ, এমপি, মহিবুর রহমান মানিক, এমপি, সেলিনা বেগম, এমপি, পিনু খান, এমপি, ফখরুল ইমাম, এমপি এবং ফজলে হোসেন বাদশা, এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ