Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:৫২ এএম

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মাগুরার সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আলী আহমদের স্ত্রীর বরাত দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন এ তথ্য জানান।

নয়ন জানান, আলী আহমদ ভাই মাগুরা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি'র গণসমাবেশে মিছিল সহকারে যোগদান করেছিলেন। সোমবার সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। এরপর ডিবি পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবার তার সন্ধান চেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ