বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গত রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করেন। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, রোববার রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করেন। এসময় গুড় কারখানার মালিক মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।