Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবাদে ৫ কিলোমিটার মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসির ওপর হামলা চেষ্টা

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের  ভিসি প্রফেসর ড. আল-নকীব চৌধুরীর উপর হামলা চেষ্টার প্রতিবাদে গতকাল (সোমবার) বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি  পালন করেন।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি শেষে দাপ্তরিক কাজে ঢাকা যাওয়ার পথে বনপাড়া- হাটিকুমড়ল মহা সড়কে দুইটি মাইক্রোবাস নিয়ে একদল সন্ত্রাসী ভিসির উপর হামলার চেষ্টা করে। স্থানীয় মানুষ ও গাড়ি চালকের দক্ষতায় বহনকারী গাড়ি হামলা থেকে রক্ষা পায়। এ ঘটনায় ওই দিনই নাটোরের গুরুদাসপুর থানায় অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা  জুড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রো- ভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. কামরুজ্জামান,  বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের আহ্বায়ক ড. মো. হাবিবুল্লাহ,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিসলু নোমান ও যুগ্ন সম্পাদক তাসনিম নাহার মিতু, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, অফিসার্স অসোসিয়েশনের সভাপতি শামসাদ ফখরুল প্রমুখ।
বক্তারা ভিসির উপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার  চার দিন অতিবাহিত হলেও ঘটনার কারণ ও দোষীদের চিহ্নিত করতে না পারায় মানববন্ধনে সবাই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানানো হয়।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ