Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা আর্জেন্টিনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

স্টাফ রিপোর্টার : আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় কূটনৈতিক মিশন চালুর পরিকল্পনা নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এই ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো টুইট করে জানান, আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, চলতি বছর আগস্টে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার চুক্তির পক্ষের ১০ম পর্যালোচনা সম্মেলনে আমার সহকর্মী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি বৈঠক করেছি। টুইটারে ড. মোমেনের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশের অসংখ্য ভক্ত রয়েছেন। তারা যে লিওনেল মেসির দলকে ভালোবাসেন, তা এখন আর আর্জেন্টিনার অজানা নয়। সেই কারণে আর্জেন্টিনা আবার বাংলাদেশে কূটনৈতিক মিশন খোলার আগ্রহ প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ