বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের এক বাসিন্দার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি করেন। আজ মঙ্গলবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। তফসিল হিসাবে ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।
এ প্রসঙ্গে ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিটি নির্বাচন হয়ে যাচ্ছে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের ওই নির্বাচনে (জেলা পরিষদ) ভোটাধিকার থাকছে না। বর্তমানে ২০১১ সালের সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাই ভোটার তালিকায় ভোটার হিসেবে আছেন। ২০১১ সালে ২৭ নভেম্বর তাঁরা দায়িত্ব নিয়েছিলেন। সেই হিসেবে চলতি বছরের ২৭ নভেম্বর তাঁদের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হলেও তাঁদের ভোটার তালিকায় রাখা হয়েছে। এ তালিকা ত্রুটিপূর্ণ। ঘোষিত তফসিল কেন অবৈধ হবে না এবং ১৮ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকা কেন বে আইনি হবে না এ মর্মে রিটে রুল চাওয়া হয়েছে বলে জানান। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে তফসিল ও ভোটার তালিকার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।