Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ারলাইন্সে চাকরি দেয়ার নামে প্রতারণা গ্রেফতার পাঁচ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

এয়ারলাইন্সে চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- জিয়াউর রহমান, রাসেল আহমেদ (২৬), আরজু আহমেদ (৩৪), মোস্তাক আহমেদ (৫৭) ও মো. শরিফুল ইসলাম (২৬)।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ফ্রেইড ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বাফা) লোডার মো. জিয়াউর কয়েক ব্যক্তিকে চাকরি দেয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। মূলত ৪ জন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করা হয়। তিনি জানান, প্রতারক জিয়াউর রহমান বিমানবন্দরের একজন সিনিয়র কাস্টমস অফিসার পরিচয় দিয়ে মো. রাসেল আহমেদকে একটি বেসরকারি এয়ারলাইন্সের হেল্পলাইনে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন। একইসঙ্গে মো. শরিফুল ইসলামকেও একই এয়ারলাইনসের ট্রাফিক হেলপার পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৩ লাখ টাকা নেন। অপরদিকে আরজু আহমেদকে ব্যাংক থেকে লোন করিয়ে দেবেন বলে ১ লাখ ২৫ হাজার এবং মোস্তাক আহমেদকেও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন। ভুক্তভোগীরা রোববার এয়ারপোর্ট আর্মড পুলিশে এসে অভিযোগ দেন।
এরপর বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায় তিনি আসলে কোনো কাস্টমস কর্মকর্তা নন। তিনি মূলত বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের একজন লোডার। তিনি চাকরি দেওয়ার নামে অনেকের সঙ্গেই প্রতারণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ