Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগী বিএনপি এমপিদের নেয়া সুযোগ-সুবিধার তথ্য চেয়ে নোটিশ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

জাতীয় সংসদ থেকে পদত্যাগকারী বিএনপি’র ৭ এমপি’র নেয়া সুযোগ-সুবিধার তথ্য চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ নোটিশ দেন। সংসদ সচিবালযের সচিব,অর্থ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশের ‘প্রাপক’ করা হয়। প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে তথ্য না পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয় নোটিশে। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকার বিভাগীয় গণসমাবেশে বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দেন। তাদের মধ্যে ৫ এমপি গত রোববার জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগী এমপিরা হলেন, আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও ব্যারিস্টার রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণ করে তাদের আসন শূন্য ঘোষণা করেন। এর পরপরই পাঠানো হয় লিগ্যাল নোটিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ