Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পাঁচ কেজি রুপার গয়না আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

সাতক্ষীরা সদরের বৈকারি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ কেজি ওজনের রুপার গহনা আটক করেছে বিজিবি। গত রোববার রাত সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরা ৩৩ বিজিবির বৈকারী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাফর আলম। সীমান্ত পিলার ৭/৩৮-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত হতে বাংলাদেশে পাচারকালে এসব রুপার গহনা আটক করা হয়। রুপার গহনার মূল্য ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,
অভিযান পরিচালনাকালে বিজিবির টহলদলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে, তাদেরকে পলাতক আসামি করে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ