Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারাত্মক অসুস্থ সেলিন ডিয়ন, আর গাইতে পারবেন না!

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দশ লক্ষে মাত্র এক জনের এই অসুখটি হয়। এতটাই বিরল এই অসুখ। আর সেই অসুখেই আক্রান্ত গায়িকা সেলিন ডিয়ন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় জানিয়েছেন গায়িকা নিজেই। সেই সঙ্গে জানিয়েছেন, তাঁর আগামী সব লাইভ শো তিনি বাতিল করছেন। সেলিন ডিয়ন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের একজন। ‘টাইটানিক’ ছবির বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গানের বিভাগে অস্কার পেয়েছিলেন তিনি। যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন, তার কাছে অস্কারও কিছুই নয়। এহেন গায়িকার জনপ্রিয়তা এতগুলি দশক পেরিয়ে যাওয়ার পরেও বিন্দুমাত্র কমেনি। গত কয়েক বছর ধরেই নানা কারণে সেলিন ডিয়ন সঙ্গীতচর্চা থেকে কিছুটা সরে রয়েছেন। দীর্ঘ দিন তাঁর স্বামী রেনে অ্যানজেলিল ক্যানসারে ভুগছিলেন। তাঁকে নিয়ে বেশ কিছুটা সময় ব্যস্ত ছিলেন গায়িকা। এর পরে রেনের মৃত্যু তাঁকে মারাত্মকভাবে কাহিল করে দেয়। সেই শোকের পাশাপাশি সেলিনের জীবনে ঘটে যায় আর এক দুর্ঘটনা। মারা যান তাঁর ভাইও। দুই শোক কাটিয়ে আবার গানের জগতে ফিরছিলেন গায়িকা। কিন্তু তার মধ্যেই খবর আসে তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মাঝ পথেই বাতিল হয় শোয়ের পরিকল্পনা। এবার গায়িকা নিজেই জানালেন স্বাস্থ্যের ভয়ঙ্কর অবস্থার কথা। সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রোম। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি। এটিকে এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দুর অস্ত তাঁর স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গিয়েছে এর ফলে। আর সেই কারণেই তাঁর গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। যিনি আক্রান্ত হন, তাঁর সারা শরীরের সমস্ত পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি বারবার তিনি উলটে পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। কারণ কোনও পেশির উপরেই তাঁর আর কোনও নিয়ন্ত্রণ থাকে না। পরিসংখ্যান বলছে, এই অসুখে নাকি সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। তবে চিকিৎসায় ঠিক মতো সাড়া দিলে কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বিষয়টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ