বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমাদের অনেক প্রকার সম্পদের মাঝে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের সন্তানরা। সন্তানদের আদর্শ মানুষ হিসেব গড়ে তুলতে না পারলে অন্য সব সম্পদই মূল্যহীন। এই সম্পদ রক্ষার জন্য দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। আর এজন্য বেশি বেশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।
বিশিষ্ট দায়ী শাইখ আহমদুল্লাহ আজ কক্সবাজার মায়াহাদ আন নিবরাসের বালিকা হেফজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে একথা বলেন।
কক্সবাজার শহরের খুরুস্কুল রোডের পাশে মায়াহাদ আন নিবরাস একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। ইতোপূর্বে এর বালক শাখার শিক্ষার্থীরা অল্প সময়ে বেশ সুনাম অর্জন করেছে। সোমবার বাদ আসর বালিকা শাখা উদ্বোধন শেষে আয়োজিত শিক্ষার্থী অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষাবিদ মাওলানা জিয়াউল হক।
এর আগে শাইখ আহমদুল্লাহ পার্শ্ববর্তী মোজাদ্দেদী ভবনে বালিকা হেফজ শাখার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।