Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় চালকের ওপর বিনা টিকিটের বখাটে যাত্রীদের হামলা : ট্রেন চলাচল বন্ধ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনায় টিকিটবিহীন বখাটে যাত্রীদের হামলায় চালক আহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে মোহনগঞ্জ-নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে অনির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নেত্রকোনা কোর্ট স্টেশন মাস্টার মোঃ রাকিব উদ্দিন ও আহত চালক এনায়েত হোসেন খান জানান, সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনা কোর্ট স্টেশনে দুপুর আড়াইটায় এসে পৌঁছে। এ সময় বখাটে যাত্রীরা বিনা টিকিটে চালকের কক্ষে উঠতে চাইলে ট্রেনের চালক তাদের বাঁধা প্রদান করেন। এতে বিনা টিকিটে ভ্রমণে আগ্রহী বখাটেরা চালকের উপর হামলা চালায়। তাদের হামলায় চালক (এলএম) এনায়েত হোসেন খান ও সহকারী চালক (এএলএম) জাহাঙ্গীর আলম আহত হন। পরে তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে স্টেশনে নিয়ে আসা হয়।
চালক ও সহকারী চালকের উপর হামলার প্রতিবাদে ও তাদের জীবনের নিরাপত্তা বিধানের দাবিতে ট্রেন চালকরা মোহনগঞ্জ-নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে অনির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রেখেছে। ফলে এ রেলপথে চলাচলরত ৫টি ট্রেনই বন্ধ থাকায় রেল যাত্রীদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক রেল কর্মকর্তার অভিযোগ, ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে প্রায়শই বিনা টিকিটের যাত্রীদের দ্বারা চালক ও টিটিইরা হামলা মারধর ও লাঞ্ছিতের শিকার হচ্ছেন। তিনি ট্রেনের চালক ও টিটিইদের নিরাপত্তা বিধানের জন্য রেল কর্তৃপক্ষ ও সরকারের সুদৃষ্টি কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ