Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে পুলিশের এসআই গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নিজ ঘরে স্ত্রী, পুত্র, কন্যা রেখে পরের স্ত্রীকে ভয় দেখিয়ে পরকীয়া করে, ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় গ্রেফতার হয়েছে জিয়াউর রহমান নামে রায়পুরা থানা পুলিশের এক সাব-ইন্সপেক্টর। সাথে গ্রেফতার হয়েছে ভাগিয়ে নেয়া স্ত্রী পারভীন বেগমও। ঘটনাটি ঘটেছে রায়পুরার দাঙ্গা বিধস্ত নিলক্ষার চরে। মামলা দায়ের করেছে পারভীনের স্বামী মানিক মিয়া। আর এসআই জিয়াউর রহমান ও পারভীন বেগমকে গ্রেফতার করেছে নরসিংদী থানা পুলিশ। তারা বর্তমানে নরসিংদী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, এসআই জিয়াউর রহমান নরসিংদীতে এএসআই হিসেবে যোগদান করে। কিছুদিন পূর্বে তাকে এসআই পদে পদোন্নতি দিয়ে রায়পুরা থানায় নিয়োগ দেয়া হয়। সম্প্রতি রায়পুরার নিলক্ষার চরে গ্রাম্য দাঙ্গা সৃষ্টি হবার পর তাকে সেখানে স্থাপিত পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রদান করা হয়। সেখানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এসআই জিয়াউর রহমানের নজর পড়ে নিলক্ষা গ্রামের মানিক মিয়ার স্ত্রী পারভীন বেগমের উপর। এসআই জিয়াউর রহমান প্রথমে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পুলিশ কর্মকর্তা বলে পারভীন বেগম এসআই জিয়াউর রহমানের ভয়ভীতি উপেক্ষা করতে পারেনি। দুর্বলতার এক সুযোগে এসআই জিয়াউর রহমান পারভীন বেগমকে তার সংসার ভেঙে ভাগিয়ে নিয়ে যায় এবং সম্প্রতি তাকে বিয়ে করতে বাধ্য করে। বিয়ে করার পর এসআই জিয়াউর রহমান পারভীন বেগমকে নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার একটি বাড়িতে নিয়ে বসবাস করতে থাকে। এ অবস্থায় পারভীনের স্বামী মানিক মিয়া প্রথমে পুলিশের ভয়ে ভীত সন্ত্রস হয়ে পড়লেও পরে সে নরসিংদীর জুডিসিয়াল আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং ৩০,১৮(১২)২০১৬। আদালত এসআই জিয়াউর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করলে নরসিংদীর উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ তাকে রায়পুরা কর্মস্থল থেকে নরসিংদী পুলিশ লাইনে ক্লোজ করে। পরে গতকাল সোমবার তাকে ও পারভীন বেগমসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ