বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব শিশুপার্কগুলো বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এই নির্দেশ বাস্তবায়নে ছয়টি শিশুপার্ক কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠিও দেয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ছয়টি শিশু পার্ককে এই ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। এসব পার্কগুলোর মধ্যে- মিরপুরের তামান্না শিশু পার্ক, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট এবং বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি। এছাড়া ডিএনসিসির আওতাধীন শ্যামলীর ওন্ডারল্যান্ডে সেদিন সকাল-সন্ধ্যা বিনামূল্যে প্রবেশ করতে পারবে শিশুরা।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানিয়েছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। কর্মসূচির আলোকে শিশু পার্কগুলো শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। তাই চিঠি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।