Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলের তনু হত্যা মামলা পুনঃতদন্তের জন্য পিবিআইতে

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোলের সায়েদ হোসেন তনু হত্যা মামলা পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার চার্জশিটের উপর বাদীর নারাজি পিটশনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাহজান আলী এ আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, সায়েদ হোসেন তনু ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের মৃত কাজী জালাল উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে বেনাপোলের দূর্গাপুর গ্রামে কবিরের বাড়িতে ভাড়া থাকতেন। গত ২১ মার্চ দুপুরে তনুর পূর্বপরিচিত সোবহান ও বিকাশ বড়ুয়া বাসায় গিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সোবহানের বাসায় নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তনুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত তনুকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ শুরুতে মামলাটি তদন্ত করলেও পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ওসি হুমায়ুন কবীর চারজনকে অভিযুক্ত ও একজনকে অব্যাহতির আবেদন করে আদালতে চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো সোবহান আলী ও তার স্ত্রী মদিনা বেগম, বিকাশ বড়–য়া ও অনিক হোসেন।
এ চার্জশিটের বিরুদ্ধে মামলার বাদী নার্গিস বেগম আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। রোববার নারাজি পিটিশনের উপর শুনানি শেষে বিচারক মামলাটি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ