Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর সাব-রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

 গাজীপুরের সাব রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্র্নীতি দমন কমিশন (দুদক)। জমির শ্রেণির পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে কমিশন। গতকাল রোববার সংস্থার জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

অনুমোদিত চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন, গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী মো: মোশারফ হোসেন, গাজীপুর সদরের বাসিন্দা মো: বাবুল চৌধুরী ও মো: হারুন সরকার। সংস্থাটি জানায়, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে দুদক পরিতুষ্ট হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং মামলা, ২০০৭ এর ১৫ এর উপ-বিধি (১) অনুযায়ী কমিশন চার্জশিট অনুমোদন করেছে। যে কোনো দিন চার্জশিট আকারে আদালতে দাখিল করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ